ভালবাসা আমাকেও বেশ ভুগিয়েছে

নির্মলেন্দু গুন

মাঝে-মধ্যে,হঠাৎ সহসা কেন যে জানি না,
বুকের ভেতরে,খুব অভ্যন্তরে,গভীরে কোথাও,
আমি অনুভব করি এক অস্ফুট আবেগ-।
যে-আবেগের নাম আজও স্থীর করে উঠতে
পারেনি মানুষ,আর সুনির্দিষ্ট কোনো নাম
না থাকার জন্যই যে আবেগের রহস্যটুকু
কখনও ঘুচবার নয়;অর্থাৎ কোনো অনির্দিষ্টকে
ধরবার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শব্দ যেখানে
সবচেয়ে বেশি ব্যর্থ হয়,সেই চির রহস্যাবৃত,
চির অধরা প্রেমের ভিতরে-

মাঝে-মধ্যে,হঠাৎ সহসা কেন যে জানি না,
বুকের ভেতরে,খুব অভ্যন্তরে,গভীরে কোথাও,
তুমি এসে নাড়া দিয়ে যাও।
হয়তো সবার ক্ষেত্রে এরকমই হয়,
ওটা এমন কাব্য করে বলবার কথা নয়।
আমি ও মানি সেই সহজ-সরল সত্যটা।
তবুও কেন কাব্য করে বলি?বলি এজন্য যে,
অন্য সবার ক্ষেত্রে যা হয়,আমার ক্ষেত্রে
তার কিছুটা ব্যতিক্রমও তো হতে পারত।
কিন্তু হয়নি।
ভালবাসা আমাকেও বেশ ভুগিয়েছে।

{youtubegalleryid=118,1}

Nirmalendu Goon ।। নির্মলেন্দু গুণ