তবু এসো
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কোথাও কিছু পুড়ছে, তার গন্ধ পাই,
পুরনো ভালবাসা।
কোথাও কিছু মুচড়ে ওঠে যন্ত্রণায়,
পুরনো ভালবাসা।
কে যেন আজ দাঁড়িয়ে আছে কুয়োতলায়,
আমার ভালবাসা।
.
শব্দ করে জানলা-দরজা খুলে দিয়েছি,
এখন তুমি এসো।
আকাশটাকে ঘরের মধ্যে টেনে নিয়েছি,
এখন তুমি এসো।
যদিও ইতিমধ্যে নাম ভুলে গিয়েছি,
তবুও তুমি এসো।
তবু এসো ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- Details
- Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 1515