প’ড়ে যাচ্ছে চোখ
আমি আমাকে দেখছি আর দেখছি তোমাকে
তুমি কুড়িয়ে আনছ সোনা
আমি গিলে ফেলছি পাথর
দেখছি
গলির মোড়ে অন্ধকোণে
যুবকের মৃতচোখ
পাহাড় খেয়েছে তোমাকে, দুই দিনের টানাবর্ষণে
কে তবে খুনি
কে করছে পাচার আমাদের নিয়তি
প’ড়ে যাচ্ছে চোখ···
আসমা বীথি
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৬, ২০০৮