মন খুব বৃষ্টিপ্রবণ
জলের রেখা ধরে হেঁটে যাই নির্জন
পা ছুঁয়ে শুয়ে থাকে উষ্ণ ভুলের কৃষ্ণ শিহরণ
সে বলেছে, এটাই মরণ!

এই নীল বর্ষায় মনে তার বৃষ্টি বাহার
চোখে তার বৃষ্টি বিহার

বৃষ্টি নামছে
বৃষ্টি খেলছে
বৃষ্টি জাগছে
জগৎ মাতছে বৃষ্টি লীলায়
ভেসে যাচ্ছি ডুবে যাচ্ছি অনাকাঙ্ক্ষার মোহ ও মায়ায়

অনেক মেলা ঘুরে এসে দেখছি এখন বৃষ্টিবেলা
সকল খেলা খেলে এসে খেলছি এখন বৃষ্টিখেলা

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০১০

Super User