তার চেয়ে
-নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সকলকে জ্বালিয়ে কোনো লাভ নেই।
তার চেয়ে বরং
আজন্ম যেমন জ্বলছ ধিকিধিকি, একা,
দিনরাত্রি,
তেমনি করে জ্বলতে থাকো,
জ্বলতে-জ্বলতে ক্ষয়ে যেতে থাকো,
দিনরাত্রি,
অর্থাৎ মুখের
কশ বেয়ে যতদিন রক্ত না গড়ায়।
.
একদিন মুখের কশ বেয়ে
রক্ত ঠিক গড়িয়ে পড়বে।
ততদিন তুমি কী করবে?
পালিয়ে-পালিয়ে ফিরবে নাকি?
.
পালিয়ে-পালিয়ে কোনো লাভ নেই।
তার চেয়ে বরং
আজন্ম যেমন আছ,একা,
পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে
দিনরাত্রি
তেমনি করে জ্বলতে থাকো,
জ্বলতে-জ্বলতে ক্ষয়ে যেতে থাকো,
দিনরাত্রি,
অর্থাৎ নিয়তি
যতদিন ঘোমটা না সরায়।
.
নিয়তির ঘোমটা একদিন
হঠাৎ সরবে।
সরে গেলে তুমি কী করবে?
মুখে রক্ত,চোখে অন্ধকার
নিয়ে তাকে বলবে নাকি "আর যেন না জ্বলি"?
.
না না, তা বেলো না।
তার চেয়ে বরং
বলো,"আমি দ্বিতীয় কাউকে
না জ্বালিয়ে একা-একা জ্বলতে যে পেরেছি,
সে-ই ভাল;
আগুনে হাত রেখে তবু বলতে যে চেয়েছি,
'সবকিছু সুন্দর'-
সে-ই ভাল।"
বলো যে, এ ছাড়া কিছু বলবার ছিল না।
তার চেয়ে -নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- Details
- Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 1250