তোমার শরীরের প্রথম আলোয়
তুমি আমায় ভিজিয়ে ভিজিয়ে যাও।
তুমি আমায় ভিজিয়ে যাও অন্য ভাষায় ভিন্ন স্বরে
জানি না
কি জীবন সেখানে যাপন করার আছে।

কি অর্থ আছে পালক খসে গ্যালে
কতোটা আর সময় যাবে
এ জীবন কেটে যেতে।

তুমি আমায় ভিজিয়ে গ্যাছো
আমার চোখের দৃষ্টি হয়ে গিয়ে
তুমি আমায় ফেলে গ্যাছো
ঘড়ির কাটা থেকে সময় মুছে দিয়ে।

সূত্রঃ প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০০৮।

Super User