দিনরাত
শক্তি চট্টোপাধ্যায়
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি।
 
দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত,
তাকে বলা গেছে, আমি একাকীই যাবো।
গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো,
আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে
একা যাবো
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি!

Shakti Chattopadhyay ।। শক্তি চট্টোপাধ্যায়