একবার চোখােচাখি খােলা জানালায়-
 অনেক আনন্দ আর খানিক বিস্ময়,
একটু দুরাশা :
তারপর রােদে পুড়ে দিন ক্ষয়ে যায়,
মনের আকাশ ভরে স্বপ্নের কুয়াশা।

 

-আর-কিছু নয়।

 

অনেক তারার মুখ, খানিকটা চাদ,
সকল কাজের শেষে ঘুমের সময়-
 শান্তির শিশির :
সুখ, দুঃখ, কিছু কথা, বাসনা, বিষাদ,
তারপর অন্ধকার মৃত্যুর রাত্রির।
-আর-কিছু নয়।

Buddhadeb Bosu ।। বুদ্ধদেব বসু