তোমার ব্যস্ততা জানি কেড়ে নিচ্ছে সকল সময়
এর মাঝে যদি কভু দূর থেকে মনে পড়ে যায়
দু’লাইন টেকস্ট করে সে কথাটি জানিও আমায়
আমি অপেক্ষায় থাকি বা না থাকি সেটা আজ
বড় কথা নয়—
বড় কথা—
তোমার দুয়ারে আজও কড়া নাড়ে আমার হূদয়।

ইকবাল হাসান
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩০, ২০০৯

Super User