ঝড়-পাতা
এমন পাতায় তবে ক্ষরচিহ্ন গোপন সংকেত?

তীর ও ধনুক দেখি, এঁকে
রেখে গেছে কেউ এই ভূর্জপাতায়

আমার অস্থির চোখ তাম্রশাসন
পড়েছে কি আগে,
অথবা জ্যোতিরও আগে, সেই সব অন্ধকার গান?

শুনেছি অনিষ্ঠ ধ্যানে খনির বিরল পাতা স্থির হয়ে থাকে
চূড়ান্ত পথের দিকে সুগভীর আত্মহত্যা ছাড়া

তখন অজ্ঞাতে নাকি গূঢ় হাওয়া বয়
কড়ির গোপন নদী সুকোমল, মৃদু বয়ে যায়

তখন পাতাও নাকি প্রাণবন্ত, বহুকথাময়

এখন
ভাত পুড়ছে

শেষ হলো বীজধান বোনা
এখন অনন্ত মাঠে ধ্যান করে কাক

খোলা ময়দান— তাও খরনিবিড় জঙ্গল, শেয়াল

ধানও কি পুড়ছে বলো?
তাহলে মাটির গায়ে রাত্রি দ্বিপ্রহর

শেষ হলো আলোকের— অলোকের
শেষ-গান বোনা

মোস্তাক আহমাদদীন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৬, ২০০৯

Super User