মনে মনে খুশি হওয়ার দিন ক্রমে
ছোট হতে হতে
বিন্দু হয়ে গেছে। সেই বিন্দু—যার নিচে
পড়ে আছে
চাঁদের প্লাবন, দ্রাক্ষা ও পাগল বয়স

নতজানু প্রতিটি মুহূর্ত তবু অঞ্জলি ধরে রাখে
দূর গুঞ্জরণে—তীর্থের রহস্য নিয়ে তন্দ্রাহীন
সঞ্চিত বিশ্বাসের বুকে লুকানো মিথ্যে খুরের দাগ
উত্সব দেখলেই দেখো কেমনতর
উজ্জ্বলতা ছড়ায়!

জানো তো, প্রতিটি উত্সবের আড়ালেই কিছু তুষারপাত ঘটে!

অগ্নিবর্ণ কোনো সহসা তুষারে
পথহারা দেহ উড়ে উড়ে
অসময়ে যদি বা লুটায় কোনো প্রাগৈতিহাসিক
সমাধিফলকের গায়
এই ভয়ে
তুমুল ক্ষুিপপাসা নিয়ে কিছুটা দূরত্বে থাকি
আনন্দোত্সব থেকে…

স ফে দ ফ রা জী
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৪, ২০০৯

Super User