ঢ্যাম কুড়কুড় বাদ্যি বাজে
বাজে হরেক যন্ত্র।
ঢোলের তালে বদ্যি পড়ে
সাপ-তাড়ানো মন্ত্র।
মন্ত্র শুনে উঠছে কেঁপে
চিতাবাঘের অন্ত্র।
নেকড়ে মশাই খেপে বলেন-
‘মস্ত ষড়যন্ত্র,
পক্ষিরাজের পিঠে চড়ে
আসবে গণতন্ত্র’।
ঢ্যাম কুড়কুড়
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 226