আমার দেশের শিশু, সবাই দলে দলে
কখনও যায় মুক্ত মাঠে, নদীর কিনারে-
কখনও যায় প্রতিবাদী নিশান হাতে
বুক ফুলিয়ে রক্তে-গড়া শহীদ মিনারে,
নানা রঙের শক্র যখন ঘটায় ভাষার ক্ষতি
এবং দেশের হৃদয় নিয়ে করে তামাশা,
নতুন যুগের শিশুরা সব দেবে মুছে
হাটের, মাঠের, শহর গাঁয়ের কালো হতাশা।
আমার দেশের শিশু
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 215