ব্যথিত পাখিটি তার কাছে এসে নিশ্চুপ দাঁড়ায়
সমর্পিত দৃষ্টি তার। কিছু শুশ্রূষার
প্রয়োজন ওর আছে ভেবে
লোকটা পাখিকে আরও ঘনিষ্ঠ বলয়ে ডেকে নেয়। হিংস্রতার
চিহ্ন বুকে বয়ে সেই আহত পাখিটি
উৎসুক লোকের ডাকে সাড়া দেয়, যদিও মানুষই
তাকে মরণের হিম স্পর্শ দিতে ব্যাকুল হয়েছে গোধূলিতে
পাখি ও মানুষ সখ্যে অন্তরঙ্গ হয়।

Shamsur Rahman।। শামসুর রাহমান