গিন্নি বলেন গয়নাগুলি
হতেই হবে জড়োয়া
বলেন হেঁকে পাতি নেতা-
‘কে করে কার পরোয়া?
রাজনীতিটা জমবে ভালো
হোক-না সেটা ঘরোয়া’।
ঘরোয়া
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 480
গিন্নি বলেন গয়নাগুলি
হতেই হবে জড়োয়া
বলেন হেঁকে পাতি নেতা-
‘কে করে কার পরোয়া?
রাজনীতিটা জমবে ভালো
হোক-না সেটা ঘরোয়া’।