ছেউড়িয়াতে ছিলেন এক বাউল কবি,
নামটি যে তাঁর লালন সাঁই।
গান বেঁধে তাঁর দিন কেটেছে রাত কেটেছে,
এই ভুবনে তুলনা তাঁর নাই।
থাকত হাতে দোতারা তাঁর, বাজত সুরে
মেঠো পথে, গাছতলাতে ভাই;
গানের কথা শুনে লোকে বলত নেচে
আমরা সবাই এমনতরোই চাই।

লালন ফকির বড় মাপের মানুষ
ছিলেন,
তাঁরই গানে হয় যে মন রোশনাই।
লালন বলেন সবচে’ দামি মানুষ
রতন-
চলো আমরা ছেউড়িয়াতে যাই।

Shamsur Rahman।। শামসুর রাহমান