শিম আর ফুলকপি
তরকারি ভালো।
তবে শোনো কিছু নিয়ে
কাড়াকাড়ি ভালো নয়।

বড়সড় জমকালো
আলমারি ভালো।
তবে শোনো কারও সাথে
মারামারি ভালো নয়।

ছোট বড় খেলনার
মতো বাড়ি ভালো।
তবে শোনো কারও সাথে
মারামারি ভালো নয়।

Shamsur Rahman।। শামসুর রাহমান