সন্ধ্যা হলে সরোবরে
সারস আসে উড়ে।
সাতটি তারা সেতার বাজায়
সুনীল আকাশ জুড়ে।
সন্ধ্যা হলে
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 237
সন্ধ্যা হলে সরোবরে
সারস আসে উড়ে।
সাতটি তারা সেতার বাজায়
সুনীল আকাশ জুড়ে।