মাঝরাতে ঐ মেঘের ডুলি
হাওয়ায় নড়েচড়ে
পরীর মতো মেয়ে নামে
ময়নামতীর চরে।
মেঘের ডু্লি
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 185
মাঝরাতে ঐ মেঘের ডুলি
হাওয়ায় নড়েচড়ে
পরীর মতো মেয়ে নামে
ময়নামতীর চরে।