মধু নিয়ে মাতামাতি
মৌমাছিদের পাড়ায়,
মাতাল হয় ভালুক ভায়া
মৌচাকে হাত বাড়ায়।
মৌমাছিদের পাড়া
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 228
মধু নিয়ে মাতামাতি
মৌমাছিদের পাড়ায়,
মাতাল হয় ভালুক ভায়া
মৌচাকে হাত বাড়ায়।