ফুটফুটে ঐ ফুল ফুটেছে
খুকির ফ্রকে কত্ত।
ফুরফুরিয়ে ফড়িঙ বলে-
সত্য এটা সত্য।
ফুটফুটে ফুল
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 213
ফুটফুটে ঐ ফুল ফুটেছে
খুকির ফ্রকে কত্ত।
ফুরফুরিয়ে ফড়িঙ বলে-
সত্য এটা সত্য।