দাদা ভাইটা দুষ্টু ভারি
যতই ধরি বায়না,
আমার সাথে লুকোচুরি
খেলতে মোটেই চায় না।

পেট-মোটা সব কেতাব নিয়ে
পড়ছে বসে একা।
খেলার বেলায় একটুও তার
পাই না আমি দেখা।

সকল সময় বই পড়াটা
দেব বটে চুকিয়ে,
ফন্দি করে চশমাটা তার
রাখব দূরে লুকিয়ে।

তখন কী যে হবে মজা-
দাদাভাইয়ের হাতটা খালি।
দেখবে চোখে ধোঁয়া ধোঁয়া,
আমার হাতে বাজবে তালি।

আমার কাণ্ড বুঝে দাদু
বলবে, ‘এসো, পাজি,
চশমাটা দাও, তোমার সাথে
খেলতে আমি রাজি’।

Shamsur Rahman।। শামসুর রাহমান