লোকটা নানা রঙের এক
পোশাক পঁরে ঘোরে,
গভীর রাতে দূর আকাশে
পাখির মতো ওড়ে।

সবাই যখন ঘর বাড়িতে
ঘুমের ছায়ায় থাকে,
লোকটা তখন ওদের ঘুমে
নানা স্বপ্ন আঁকে।
তখন তাকে কেউ দেখে না,
ঘুম আসে না বলে
কেবল দেখি আলোর মতো
পাখির ডানা জ্বলে!

Shamsur Rahman।। শামসুর রাহমান