ও কে যায় চলেকথা না বলেদিও না যেতে

তাহারই তরেআসন ঘরেরেখেছি পেতে।

কেন সে সুধার পাত্র ফেলে

চলে যেতে চায় আজ অবহেলে

রামধনু রথেবিদায়ের পথেউঠিছে মেতে॥

রঙে রঙে আজ গোধূলি গগন

নহেকো রঙিন,বিলাপে মগন।

আমি কেঁদে কই যেয়ো না কোথাও,

সে যে হেসে কয় মোরে যেতে দাও,

বাড়ায়ে বাহুবিরহ-রাহুচাহিছে পেতে॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য