হে পাষাণ,আমি নির্ঝরিণী

তবহৃদয়ে দাও ঠাঁই।

আমার কল্লোল

নিঠুর যায় গ’লে

ঢেউয়েতে প্রাণ দোলে,

―তবু নীরব সদাই!

 

আমার মর্মেতে কী গান ওঠে মেতে

জানো না তুমি তা,

তোমার কঠিন পায় চির দিবসই হায়

রহিনু অবনতা।

যতই কাছে আসি

আমারে মৃদু হাসি

করিছ পরবাসী,

তোমাতে প্রেম নাই॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য