কমলের জন্য কবিতা
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কমল, তোমার অনেকগুলি কবিতা পড়লুম।
কিন্তু কই,
সেই যে একটা কুটুমপাখির গল্প তুমি বলেছিলে,
তার কথা তো
কোত্থাও তুমি লেখোনি।

তুমি দেখেছিলে, উড়তে উড়তে পাখিটা হঠাৎ
মুখ থুবড়ে পড়ল।
তুমি দেখেছিলে, তার ঠোঁট থেকে
রক্ত গড়াচ্ছে।

কমল, সেই পাখিটার কথা তুমি
লেখোনি কেন?
তোমার অতীতকে কি তুমি ভুলতে চাও?

কমল, আমি তোমাকে ভুলতে দেব না।
কমল, বারবার সেই মৃত্যুর কথা আমি তোমাকে
মনে করিয়ে দেব।

কমল, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই।
আর সেইজন্যেই তোমাকে বলতে চাই যে,
মৃত্যুর দিকে পিঠ ফিরিয়ে
কেউ কখনও বাঁচেনি।

Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী