আরও কিছু সূর্যোদয়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখনও মরিনি, বেঁচে আছি।
আরও কিছু সূর্যোদয় দেখবার মানসে এই বাঁচা।
মেঘ ছিঁড়ে সূর্যদেব পূর্ণ মহিমায়
পুর্বাকাশে উদিত হচ্ছেন,
জানলায় দাঁড়িয়ে এই দৃশ্যখানি দেখব বলে বাঁচা।
শিশুর হাসির মধ্যে ঝলকাচ্ছে রোদ্দুর-
তাকে ছুঁয়ে দেখব বলে বাঁচা।
তুমিই বলো না
তা ছাড়া বাঁচার কোনো অর্থ হয়?
আরও কিছু সূর্যোদয় - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- Details
- Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- কবিতার বিষয়
- Category: জীবনমুখী কবিতা
- Read Time: 1 min
- Hits: 2311