ধরণীর খেলা খুঁজে
শিশু শুকতারা
তিমিররজনীতীরে
এল পথহারা।
উষা তারে ডাক দিয়ে
ফিরে নিয়ে যায়,
আলোকের ধন বুঝি
আলোকে মিলায়।
ধরণীর খেলা খুঁজে - রবীন্দ্রনাথ ঠাকুর
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতার বিষয়
- Category: জীবনমুখী কবিতা
- Read Time: 1 min
- Hits: 429