নিরুদ্যম অবকাশ শূন্য শুধু,
শান্তি তাহা নয়—
যে কর্মে রয়েছে সত্য
তাহাতে শান্তির পরিচয়।
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু - রবীন্দ্রনাথ ঠাকুর
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতার বিষয়
- Category: জীবনমুখী কবিতা
- Read Time: 1 min
- Hits: 413
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু,
শান্তি তাহা নয়—
যে কর্মে রয়েছে সত্য
তাহাতে শান্তির পরিচয়।