সাঁঝের আঁধার ঘিরল যখন

শাল-পিয়ালের বন,

তারই আভাস দিল আমায়

হঠাৎ সমীরণ।

কুটির ছেড়ে বাইরে এসে দেখি

আকাশকোণে তারার লেখালেখি

শুরু হয়ে গেছে বহুক্ষণ।

আজকে আমার মনের কোণে

কে দিল যে গান,

ক্ষণে ক্ষণে চমকে উঠি

রোমাঞ্চিত প্রাণ।

আকাশতলে বিমুক্ত প্রান্তরে,

উধাও হয়ে গেলাম ক্ষণতরে!

কার ইশারায় হলাম অন্যমন॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য