আজি দিকে দিকে আগুন উঠেছে জ্বলি’
সুখ সভ্যতা পুড়ে হ’ল ছারখার    |
নিষ্ঠুর -পদে মানুষের আশা দলি’
 অন্ধ আবেগে চলিছে অত্যাচার  |
কোথা নির্ভীক সাহসী তরুন মন,
নেভাবে আগুন কোথা তব আয়োজন ?

 দুগ্ধ-পোস্য শিশু জননীর কোলে,
আকাশ হইতে হানিছে মরণ তারে  |
মহা-সমুদ্রে ক্ষুদ্র তরণী দোলে
সমাধি খুঁজিছে সে লবন-পারাবারে  ?
কোথায় তরুণ স্বপ্নে নয়ন ভরা
 হিংসা-নরক হইতে বাঁচাবে ধরা  ?

তিলে-তিলে দহি’ ক্ষুধার অন্ন লাগি’
চাষী সম্পদ রচে অপরের তরে |
ধনীর রজনী বিলাস-লীলায় জাগি’
ক্ষুধিত চাষীর বরষায় ভেজা ঘরে  |
তরুণ  ন্যায়ের দন্ড বহিয়া আনো
অত্যাচারের দানবে মৃত্যু হানো |


Humayun Kabir ।। হুমায়ুন কবির