একদিন যারা কাছে ছিল, ছিল প্রিয়
কালের প্রবাহে সিখ তাদির ভুলিও।
জীবনের বন্ধুর তরঙ্গাকুল পথে
হয়তো পথের বাঁকে দৃষ্টিপথ হতে
অকস্মাৎ চলে যায় – যেমনি সহসা
একদিন এসেছিল। নিশির তমসা
মুর্তিখানি হয়তো মুছিল অন্ধকারে।
তুমি থামিলে না – এলে রাত্রি পরপারে।

যারা ছিল প্রিয় একদিন, আজি তারা
কেবল মনের স্মৃতি ক্ষীণ – বস্তুহারা
দোহহীন প্রেত। স্মৃতির কঙ্কাল টানি
প্রেম নাহি বাঁচে, শুধু চিত্তে বাড়ে গ্লানি।
পুরাতন প্রেম যদি আজি ছায়া সম-
নামুক হৃদয় ছেয়ে বিস্মৃতির তম।

Humayun Kabir ।। হুমায়ুন কবির