ভজন
রাগিণী বেহাগ, তাল আড়াঠেকা  |

প্রভু দয়াময় হে ! দীন হীনে দয়া কর ||  ধ্রু  ||
শম্ভু ! শুভঙ্কর ! শঙ্কর হে ! দেহি পদদ্বয়মীশ্বর হে !
ভষ্ম-বিভূষিত-বিগ্রহ হে ! দৈত্য-বলাবলি-নিগ্রহ হে !
ভোগি ফণায় ভয়ঙ্কর হে ! পাদতলাশ্রিত কিঙ্কর হে !
ভীমকলেবর ! ভৈরব হে ! ভীমভবাম্বুধি-তারণ হে !
ভূত-ভরৈরভিভূষিত হে ! তাল -সুধাকর-ভাষিত হে !
ভক্ত-ভবাগতি-ভঞ্জন হে ! সর্ব্ব-সুরাসুর-রঞ্জন হে !
নির্ভর-পামরগঞ্জন হে ! সত্য-সুতত্ব-নিরঞ্জন হে !
নিত্য-বিশুদ্ধ-সুখঞ্জন হে !   পার্ব্বতী-মানস-খঞ্জন হে |
ব্যাল-বিলাসিত-কুন্তল হে ! কুন্ডলি-মন্ডিত-কুন্তল হে !
লোল-জটাপুট-লুন্ঠিত হে !  ভোগভরাভৃতি গুন্ঠিত হে !
দীন সুদুঃখ বিদারণ হে !   ত্বঞ্চ প্রপঞ্চিত কারণ হে !
যুদ্ধ-বিশারদ পন্ডিত হে !  ভূতি-বিভূতি-সুমন্ডিত হে !
দীন দয়াময় ধূর্জ্জটী হে !  ব্যালবিলাসলসৎকোটি হে !
ভক্ত-ভবাব্ধি-বিমোচন হে ! কাম-নিমীলন-লোচন হে !
মদনাশ্রিত-পাদ-সুপঙ্কজ হে ! ক্ষুব্ধ-মনো-মকরধ্বজ হে !


প্রার্থনা
পয়ার

আশুতোষ !  আশু আশা,  পূরাও আমার  |
পঞ্চানন ! প্রপঞ্চে,  বঞ্চোনা বার বার ||
পঞ্চজনে তঞ্চ করে, লাঞ্ছনা বা কত |
অকিঞ্চন জন ধন, জনে আছে হত ||
ওহে যোগিবর !  ভোগিধর !  স্মরহর !
কৃপা কর, কাতর  কিঙ্করে, গঙ্গাধর !
আশা ত্যজ, মজ মন বৃষধ্বজ পায় |
হায় !  হায় !  একি দায়, মিছে দিন যায় ||
ওহে শিব কি কহিব, কি দিব উপমা ?
আশ্চর্য্য তোমার কার্য্য, কে করিবে সীমা ?
ভালবাস দিগবাস,  নাহি বাস চাও |
শ্মশানে আসনে, ভুত সনে সদা ধাও ||
অস্থিমালা ভিক্ষাঝোলা, আলাভোলা প্রায় |
ভোলানাথ ! ভূতনাথ ! অনাথের ন্যায় ||
মোটাসোটা জটাগোটা, লুটায় ধূলায় |
ধূস্তূর বিস্তর খাও, ভষ্ম মাখ গায় ||
ভিক্ষা কর কি ভাবে, সে ভাব কেবা পায় ?
কি অভাবে এভাব সে, ভাব না যোগায় ||
সূর্য্য চন্দ্র হুতাশন, লোচন তোমার |
ভালে জ্বলে জ্বলন, কে  দেখিয়াছে কার ?
খন্ডশশী বসি সদা,  সুধা ধারা ক্ষরে |
জননী জাহ্ণবী যিনি, জটার ভিতরে ||
হেন অপরূপ রূপ, কে দেখেছে কার ?
সব রীত বিপরীত, একি চমত্কার !
ওহে কৃত্তিবাস ! কীর্ত্তি কি কব তোমার,
গোটা দুটা বিল্বপত্রে,  তুষ্টি হয় কার ?
বুঝিলাম তুমি প্রভু  নিজে আত্মারাম |
বিষয় আশয় নাহি,  সদা পূর্ণ কাম ||
তোমার মহিমা, সীমা  কে করিতে পারে ?
হলাহল পানে মৃত্যু নাহি ঘেরে যারে ||
নিরাকার কি সাকার, বলা সাধ্য কার ?
যাহা তুমি তুমি জান,  ওহে বিশ্বাধার !
আমি দীন হীন ক্ষীণ, অতি অর্ব্বাচীন |
না জেনে আপনা. যথা পিপাসিত মীন ||
তোমারে জানিতে প্রভু,  কি আছে শকতি ?
তুমি যা লওয়াবে তাই, লবে মোর মতি ||
অতএব দীননাথ !  দীনে দয়া ক’রে |
পদছায়া দিও প্রভু !  মদন কিঙ্করে  ||

.      

Madan Mohan Tarkalankar ।। মদনমোহন তর্কালঙ্কার