আমি যত দূরেই যাই
আমার সঙ্গে যায়
ঢেউয়ের মালা-গাঁথা
এক নদীর নাম---
আমি যত দূরেই যাই |
আমার চোখের পাতায় লেগে থাকে
নিকোনো উঠোনে
সারি সারি
যত দূরেই যাই - সুভাষ মুখোপাধ্যায়
- Details
- Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 2574