কে যেন ডাকিল---“ওরে যাত্রী,
পুরাতন বত্সরের জীর্ণ ক্লান্ত রাত্রি
        ওই কেটে গেল, এল নবীন প্রভাত!”
শুনিয়া জাগিনু অকস্মাৎ | 

নববর্ষ আসিয়াছে ?---এলো কি সুন্দর ?
                এলো রুদ্র, এলো ভয়ঙ্কর ?
দারুণ দুর্যোগ হানি’ এলো কি বৈশাখী ?
আকাশের ঝঞ্ঝা ফেরে ধরিত্রীর বন্যারে কি ডাকি ?
                এলো কি প্রলয় ?
বনে বনে শুষ্ক পাতা ঝরিবার নাই আর বাকি ?
নিদারুণ প্রসব ব্যথায় এলো নব-সৃজনের জয় ?
আঁধারের কালো বুকে ঝলিলো কি আলোর কৃপাণ ?
                তারই আগমনী
 
মানুষের দেহে মনে রূপে রসে উঠেছে কি রণি’ ?

        হে দরদী, বল শুনি আজ---
মরুভূর তৃষাতুর তটে দৃষ্টিহীন আঁধারের মাঝ
প্রভাতের যত যাত্রী যুগে যুগে হারায়েছে পথ,
ধরণীর চোরাবালি গ্রাসিয়াছে যাহাদের রথ---
সার্থক হোলো কি আজ তাদের ব্যর্থ অভিযান ?

মানুষের নববর্ষ আসিলো কি নবীন জীবনে ?
মানুষের ললাটে আজ পড়িলো কি রাজটিকা ?
        শেষ তার নিত্য পরাজয়
 

লভিতে অমৃত-ভাগ ভূবন-মন্থনে ?
        কিম্বা বন্ধু, মানুষের নববর্ষ নয়,---
এ শুধু নূতন পাতা খুলিয়াছে প্রাচীন পঞ্জিকা ?

সম্মুখে চাহিয়া দেখি---দীনহীন মানুষের দল
চলিয়াছে রাজপথে ক্ষীণকণ্ঠে করি’ কোলাহল---
        জীবনের ভিখারী তাহারা!

আজিকার এ প্রভাত দেয় নাই কিছুমাত্র সাড়া
        তাহাদের পুরানো জীবনে ;
সাহারা পারায়ে তারা চলিয়াছে আক্লান্ত চরণে---
        যেমন চলেছে কাল তারা |

Shibram Chakraborty ।। শিবরাম চক্রবর্তী