এইভাবে হতে থাকে ক্রমাগত

কেউ মারে কেউ মার খায়

ভিতরে সবাই খুব স্বাভাবিক কথা বলে

জ্ঞানদান করে



এইদিকে ঐ দিকে তিন চার পাঁচ দিকে

টেনে নেয় গোপন আখড়ায়

কিছু-বা গলির কোণে অ্যাসফল্ট রাজপথে

সোনার ছেলেরা ছারখার



অল্প দু-চারজন বাকি থাকে যারা

তেল দেয় নিজের চরকায়

মাঝে মাঝে খড়খড়ি তুলে দেখে নেয়

বিপ্লব এসেছে কতদূর



এইভাবে, ক্রমাগত

এইভাবে, এইভাবে

ক্রমাগত

Shankha Ghosh ।। শঙ্খ ঘোষ