মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী।
পূর্ব গগনে সূর্য কিরণ, দুঃখ তিমির নাশি।।
আর্য্য কীর্তি-মধুর গান
বিহগ ঢালিছে অমিয়-প্রাণ
যশ-পরিমল পূর্ণ পরশে কুসুম উঠিছে হাসি।।
পাশরি সকল দুঃখ দ্বন্দ্ব
প্রাণে প্রাণে মিলনানন্দ
জাগ জাগ হের জগৎ উৎসব অভিলাষী।।
কত মরকত, কাঞ্চন-মণি,
জ্ঞান, ধরম নীতির খনি,
কুন্ঠিত নহ, লন্ঠিত হেরি অতুল বিভব রাশি।
অলসে ঘুমায়ে রহিও না আর
উৎসবে ঢালো প্রাণ তোমার।
হাসিছে বিশ্ব হেরি তোমারে ক্ষণিত সুখ বিলাসী।।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন