এই তপ্ত মলিন চিত বহিয়া এনেছি, তব
প্রেম অমৃত মন্দাকিনী তীরে।
ধৌত করহে, কর শীতল, দয়া নিধে!
পাবন বিমল সুধাময় নীরে।।
সুগভীর অবিরল কল্লোল মন্ত্রে,
ডুবাও প্রাণের মৃদু রিপু ষড়যন্ত্রে।
মুক্তিময় শান্তিময় প্লাবন তরঙ্গে
ডুবাও বাসনাকুল দেহ মন সঙ্গে
আর দিওনা দিওনা প্রভু, যেতে কুলে ফিরে,
আমি অতলে জনম তরে ডুবে যাব ধীরে।।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন