আমায় পাগল ক’রবি কবে?
মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে।।
আমি, হাসব, কাঁদব, আপন মনে, নির্জনে নীরবে;
আমার, পাগল মনের যত কথা মা, তোরি সঙ্গে হবে।।
ওকে বেঁধে রাখ বলে সবাই ছুটবে কলরবে;
থাদের প্রলোভনের চাটুবানী মা, আমার পায়ে, পড়ে রবে।।
তোর কাজে মা ক্ষুধা, তৃষ্ণা, শীতাতপ সব সবে;
আমার প্রাণ রবে তোর চরণ তলে দেহ রবেভবে।।
মা’ মা বলিতে এ অজপা ফুরায়ে যাবে যাবে;
সেদিন পাগলা ছেলে বলে জাপ্টে ধরে
আমায় কোলে তুলে লবে।।
আমায় পাগল ক’রবি কবে
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 650