ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ
গর্জনে মরণ বিষাণ।
হা, হা কি বধির নিদ্রিত রে, চিত
মুদ্রিত অলস নয়ান।
ঐ ভীম উর্মি বহি যায়,
কালপয়েনিধি তান্ডব নর্তনে
প্রতি পলে গ্রাসিবারে ধায়।
হা, হা বেলা সৈকতে, রে মন,
কি সুখ-শয়নে শয়ান।।
ঐ বিষধরী ভীম জরা;
করাল কুন্তল দেহ রন্ধ্রগত
জীবিত শক্তি হরা,
হা, হা দংশন-সংশয় শঙ্কা
শূন্য রে সুপ্ত পরাণ।।
ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 625