স্নেহ-বিহ্বল, করুণা ছলছল, শিয়রে জাগে কার আঁখি রে!
মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে।
শ্রান্ত অবিরত যামিনী জাগরণে,
অবশ কৃশতনু, মলিন অনশনে;
আত্মহারা সদা, বিমুখী নিজ সুখে,
তপ্ত তনু মম, করুণা ভরা বুকে
টানিয়া লয় তুলি, যাতনা তাপ ভুলি বদন পানে চেয়ে থাকি রে!
করুণে বরষিছে মধুর সান্ত্বনা,
শান্ত করি মম গভীর যন্ত্রনা
স্নেহ অঞ্চলে মুছায়ে আঁখিজল,
ব্যথিত মস্তক চুম্বে অবিরল
চরণ ধূলি সাথে আশীষ রাখে মাথে, সুপ্ত হৃদি ওঠে জাগি রে!
আপনি মঙ্গলা, মাতৃরূপে আসি
শিয়রে দিল দেখা পুন্য স্নেহ রাশি;
বক্ষে ধরি চির পীযূষ নির্ঝর,
নিরাশ্রয় শিশু অসীম নির্ভর,
নমো নমো নমঃ জনন দেবী মম! অচলা মতি পদে মাগি রে!
স্নেহ-বিহ্বল, করুণা ছলছল
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 749