তব করুণা অমিয় করি পান
যত পাপ, তাপ, দুঃখ, মোহ বিষন্নতা
নিরাশ, নিরুদ্যম পায় অবসান।।
এই পাপ চিত্ত সদা তাপ লিপ্ত রহি
এনেছে দুরপনের মৃত্যু বিকার বহি;
দিতেছে দারুণ দাহ হৃদয়, দেহ দহি;
দেবতা গোপ, দয়া করি কর পরিত্রাণ।।
তব অমৃত পানে এই বিকৃত প্রাণ মম
স্থান ভেদে হয় কালকুট সম,
হৃদয়ে বহিজ্বালা, নয়নে অন্ধতমঃ
কোথা শান্তি নিদান, কর শান্তি বিধান।।
তব করুণা অমিয় করি পান
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 692