মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়!
জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
মৃদু সরলতা মাখা
তুলিতে নয়ন আঁকা;
চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়।
অধরে সারাটি বেলা
হাসি করে চেলে খেলা;
নীরবে নিশীথে ধীরে, অঘোরে পড়ি ঘুমায়।।
যদি দুটি কথা কহে;
প্রাণে সুধানদী বহে;
নিমেষে নিখিল ধরা, মোহন সঙ্গীতময়।
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1126