নয়নের বারি নয়নে রেখেছি,
হৃদয়ে রেখেছি জ্বালা।
শুকায়ে গিয়েছে প্রাণের হরষ,
শুকায়ে গিয়েছে মালা।
দেখা দেবে বলে কেন দিলে আশা
আশা-পথ পানে চেয়ে রই;
আমার ভেঙে গেছে বুক, ভেঙেছে পরাণ,
সময় থাকিতে আসিলে কই!
এলে যদি, সখা, বস ভাঙা বুকে,
ভাঙা-হৃদয়ের যাতনা লও;
মুখপানে চেয়ে, দুখ ভুলাইয়ে
ভাল করে আজ কথাটি কও।
নয়নের বারি নয়নে রেখেছি
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1052