পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়?
তবে কেন পাপী তাপী এত আশা ক’রে রয়।
করিতে এ ধুলা খেলা অবসান হল বেলা
যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়।
হারাইয়া লাভে মুলে মরণের সিন্ধু কুলে
পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়।
জীবনে কখনও আমি ডাকিনি জীবন স্বামী
তাই, এ অ-দিনে এ অধীনে ত্যজিবে কি ময়াময়।
পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 909