চল ফিরে চল, তা’রে পাওয়া যাবে না।
এই আঁকা বাঁকা ঘুরো পথ যে আর ফুরাবে না।
তা’রে নিয়ে গেছে পরীর দেশে
ধরার সনে আর কি মেশে?
ধরার আঁখি নিয়ে তা’রে দেখতে পাবে না।
আমার যে আর পা চলে না-
তবু ‘আহা বাছা’ কেউ বলে না ;
সে ছাড়া আর নয়ন বারি কেউ মোছাবে না।
কতদুরে কিসের মত,
আলো আঁধার ছুটছে কত,
রইল ছায়া, গেল কায়া, ফিরে আসবে না।
চল ফিরে চল
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 609