জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন।
বেলা যায়, বহু দুরে পান’নিকেতন।
থাকিতে দিনের আলো
মিলে সে বসতি ভালো
নতুবা করিবে কোথা যামিনী যাপন।
কঠিন বন্ধুর পথ
বিভীষিকা শত শত
তবু দিবাভাগে নিদ্রাগত
একি আচরণ।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন