ছােটলােক ছােটজাত যারা মুখে আনে
ছােটলােক ছােটজাত তারা নিজেরই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছােট-বড়াে হয়ে
যাবার বেলায় কেউ নয় ছােট-বড়াে
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরাে।
মানুষ – অন্নদাশঙ্কর রায়
- Details
- Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 864