শুন ভাই সভাজন                    কবিত্বের বিবরণ
এই গীত হইল যেন মতে |
উরিয়া মায়ের দেশে              কবির শিয়র-দেশে
চণ্ডিকা বসিলা আচম্বিতে ||
সহর সিলিমাবাজ                তাতে সজ্জন-রাজ
নিবয়ে নিয়োগী গোপীনাথ |
তাঁহার তালুকে বসি                 দামিন্যায় চাষ চষি
নিবাস পুরুষ ছয় সাত ||
ধন্য রাজা মানসিংহ                বিষ্ণুপদাম্বুজ-ভৃঙ্গ
গৌড়-বঙ্গ-উত্কল-অধিপ |
সে মানসিংহের কালে              প্রজার পাপের ফলে
ডিহিদার মামুদ সরিপ ||
উজির হল রায়জাদা               বেপারিরে দেয় খেদা
ব্রাহ্মণ বৈষ্ণব হল্য অরি |
মাপে কোণে দিয়া দড়া               পনর কাঠায় কুড়া
নাহি শুনে প্রজার গোহারি ||
সরকার হৈলা কাল                খিল ভূমি লেখে লাল
বিনা উপকারে খায় ধুতি |
পোদ্দার হইল যম              টাকা আড়াই আনা কম
পাই লভ্য লয় দিন প্রতি ||
ডিহিদার অবোধ খোজ           কড়ি দিলে নাহি রোজ
ধান্য গরু কেহ নাহি কেনে |
প্রভু গোপীনাথ নন্দী                 বিপাকে হইলা বন্দী
হেতু কিছু নাহি পরিত্রাণে ||
পেয়াদা সবার কাছে                প্রজারা পালায় পাছে
দুয়ার চাপিয়া দেয় থানা |
প্রজা হইল ব্যাকুলি                  বেচে ঘরের কুড়ালি
টাকার দ্রব্য বেচে দশ আনা ||
সহায় শ্রীমন্ত খাঁ                         চণ্ডীবাটি যার গাঁ
যুক্তি কৈলা মুনির খাঁর সনে |
দামুন্যা ছাড়িয়া যাই                  সঙ্গে রমানাথ ভাই
পথে চণ্ডী দিলা দরশনে ||
ভেঠনায় উপনিত                     রূপরায় নিল বিত্ত
যদু কুণ্ডু তিলি কৈল রক্ষা |
দিয়া আপনার ঘর                    নিবারণ কৈল ডর
দিবস তিনের দিল ভিক্ষা ||
বহিয়া গোড়াই নদী                  সদাই স্মরিয়ে বিধি
তেউট্যায় হইলুঁ উপনীত |
দারুকেশ্বর তরি                     পাইল বাতন-গিরি
গঙ্গাদাস বড় কৈলা হিত ||
নারায়ণ পরাশর                      এড়াইল দামোদর
উপনীত কুচট্যা নগরে |
তৈল বিনা কৈল স্নান                 করিলু উদক পান
শিশু কাঁদে ওদনের তরে ||
আশ্রম পুখরি আড়া             নৈবেদ্য শালুক পোড়া
পূজা কৈনু কুমুদ-প্রসূনে |
ক্ষুধা-ভয়-পরিশ্রমে                 নিদ্রা যাই সেই ধামে
চণ্ডী দেখা দিলেন স্বপনে ||
হাতে লইয়া পত্র মসী               আপনি কলমে বসি
নানা ছন্দে লিখেন কবিত্ব |
যেই মন্ত্র দিল দিক্ষা               সেই মন্ত্র করি শিক্ষা
মহামন্ত্র জপি নিত্য নিত্য ||
দেবী চণ্ডী মহামায়া                 দিলেন চরণ ছায়া
আজ্ঞা দিলেন রচিতে সঙ্গীত |
চণ্ডীর আদেশ পাই                শিলাই বাহিয়া যাই
আড়রায় হইলুঁ উপনীত ||
ড়রা ব্রাহ্মণ ভূমি                 ব্রাহ্মণ যাহার স্বামী
নরপতি ব্যাসের সমান |
পড়িয়া কবিত্ব বাণী                  সম্ভাষিনু নৃপমণি
পাঁচ আড়া মাপি দিলা ধান ||
সুধন্য বাঁকুড়া-রায়                 ভাঙ্গিল সকল দায়
শিশুপাছে কৈল নিয়োজিত |
তার সুত রঘুনাথ                  রাজগুণে অবদাত
গুরু করি করিল পূজিত ||
সঙ্গে দামোদর নন্দী              যে জানে স্বরূপ সন্ধি
অনুদিন করিত যতন |
নিত্য দেন অনুমতি                  রঘুনাথ নরপতি
গায়নেরে দিলেন ভূষণ ||
বীরমাধবের সুত                  রূপে গুণে অদভুত
বীর বাঁকুড়া ভাগ্যবান |
তার সুত রঘুনাথ                  রাজগুণে অবদাত
শ্রীকবিকঙ্কণে রস গান ||

(কবিকঙ্কণের আত্মপরিচয়)

Mukundaram Chakrabarti ।। মুকুন্দরাম চক্রবর্তী