মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই
জগতের যত ভাঙ্গা জাহাজের ভীড়,
মাল ব’য়ে ব’য়ে ঘাল্ হ’ল যারা
আর যাহাদের মাস্তুল চৌচির,
আর যাহাদের পাল পুড়ে গেল
বুকের আগুনে ভাই,
সব জাহাজের সেই আশ্রয়-নীড় |
কূলহীন যত কালাপাণি ম’থি
লোনা জলে ডুবে নেয়ে,
ডুবো পাহাড়ের গুঁতো গিলে আর
ঝড়ের ঝাঁকুনি খেয়ে,
যত হায়রাণ্ লবেজান্ তরী বরখাস্ত্ হ’ল ভাই
পাঁজড়ায় খেয়ে চিড়্,
মহাসাগরের অখ্যাত কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই
সেই অথর্ব ভাঙ্গা জাহাজের ভীড় |
দুনিয়ার কড়া চৌকিদারী যে ভাই
হুঁশিয়ার সদাগরী,
হালে যার পানি মিলেনাক আর, তারে
যেতে হবে চুপে সরি |
কোমরের জোর কমে গেল যার ভাই,
ঘুণ ধরে গেল কাঠে আর যার কল্ জেটা গেল ফেটে
জনমের মত জখম হ’ল যে যুঝে,
সওদাগরের জেঠিতে জেঠিতে খাতাঞ্জিখানা ঢুঁড়ে
কোন দপ্তরে ভাই
খারিজ তাদের নাম পাবেনাক খুঁজে |
মহাসাগরের নামহীন কূলে,
হতভাগাদের বন্দরটিতে ভাই
সেই সব যত ভাঙ্গা জাহাজের ভিড় |
শির-দাঁড়া যার বেঁকে গেল আর দড়াদড়ি গেল ছিঁড়ে
কব্জা ও কল বেগ্ ড়াল অবশেষে,
জৌলস গেল ধুয়ে যার আর পতাকাও প’ড়ে নুয়ে
জোর গেল খুলে, ফুটো খোলে আর রইতে যে নারে ভেসে,
তাদের নোঙর নামাবার ঠাঁই
দুনিয়ার কিনারায়
যত হতভাগা অসমর্থের নির্বাসিতের নীড় |
বেনামী বন্দর - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1786